Wednesday 29 January 2020

সন্দীপ ভট্টাচার্য

মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ , ২৯-তম প্রয়াস












বন্দী     সন্দীপ ভট্টাচার্য

এভাবে বারবার কড়া নেড়োনা বুকের মাঝে
অবুঝ পাখি দিশাহীন
যদি চিনতে না পারে ওই ধাতব আওয়াজ
তখন নাভির উর্বর স্ফটিক ই সম্বল
জিভের কোরকে কোরকে মিশে গেলে ও মুক্ত জল
দোষ কিন্তু তাহলে শুধু বন্দীর না
আগেই বলেছি তার আকাশে এত নীল নেই
তাই ভাবতেই পারে তোমাকে মুক্ত সমুদ্দুর
এই দেখ ! তোমার চোখের পলক এত ভারী কেন?
এপারে যে হাজার বছরের সবুজ ক্ষিদে
যদি চোখের গোপন পথে খুঁজে পাই নীল আশ্চর্য?
তখন আবার দোআঁশের লজ্জাবতী হয়োনা|

No comments:

Post a Comment