Wednesday 22 January 2020

গৌতম কুমার গুপ্ত

মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ , ২২-তম প্রয়াস












বেকার        গৌতম কুমার গুপ্ত

তালিকায় আছে ঝুলে এক দুই তিন
নোটিশের মতো
নামগোত্রহীন কিছু উন্নত কলার রুখু
ছেঁড়া পাদুকার পরাভব জ্বালা।

নিংড়ে নিচ্ছে ভালবাসার পয়ার
কিছু শ্লোগান মুদ্রণের সংহতি বাক্যবিশেষে
সম্বর্ধনার ফুলে বিজয়ীর বীরগাথা
চেটে চেটে খায় অচল সভ্যতা।

নীতিবাগিশ বাগ্মিতার খুব পাশে
তেল দিচ্ছে কেউ জুতোর পালিশে।

কোত্থাও নাম নেই পলাশ অথবা সুহৃদের
অথবা গোপালের
নিজের মতো করে বিজ্ঞাপণী চতুর
সাজানো হল চারতলা কেক
টোকা মারে বেকারের বুকপকেট।

হা হা বাতাস
এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে ঘুরে বেড়ায় কুকুর
বকের বিষ্ঠায় ঘুঘু চরে
শ্মশানের ছাই মাখে নিরালা বারান্দা।

No comments:

Post a Comment