Saturday 11 January 2020

মায়িশা তাসনিম ইসলাম

মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ , ১১-তম প্রয়াস













দ্যা অ্যাগনস্টিক ৮- উঠান বাকা    মায়িশা তাসনিম ইসলাম

কাউকে আনতে চাইনি
  ঐশ্বর্যের বহুমাত্রিক বায়ু
বয়ে যাওয়া দ্বিতীয় বিদ্যা রতিভ্রম
অধর যদি মেটায় প্রিয়তমা বৈভব ইশারা দিনমান ব্যর্থ প্রথম বিদ্যা

চাঁদটা বেঁকে, উঠোন বাঁকা পাপড় ভাজা
কলসের শত্রু আছে, হারিকেন জলে
বিপরীত কোণে লবণপানি খেয়ে আসো
খোসাভাঙা জল, নকশী কাঁখে

ঝড়ের লক্ষ্মী শুধু মাটির ছলা কলা, খোসাসুদ্ধ মন্ত্রের কসম
গুপ্তবিদ্যার সাত মোম রাত ৩টার ত্রিনয়নে
মিত্রপক্ষ বৃশ্চিক, কয়েনবিহীন জুয়ায়
ম্যানহ্যাটনে যাচ্ছি, কম্পাসে বৃষ্টির খবর

No comments:

Post a Comment