Monday, 6 January 2020

আলিমন নেছা মনি

মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ ,৬-ষ্ঠ-তম প্রয়াস







কবির জন্মদিন   আলিমন নেছা মনি

এ সকাল আমার খুব চেনা, বৃষ্টিস্নাত মাখা গন্ধে ভিজেছে আমার শরীর,
ভিজেছে একগুচ্ছ এলোচুল, 
তবুও সখা আমি পাইনি তোমার দেখা।
এ দিন আমার খুব কাছের আবেগে দোল খাওয়া গুমট,
কান্নায় যখনই চোখ দুটি হাসে___
কেউ বলে যায় শুভ জন্মদিন,
কেউ বলে যায় ভালো থাকুক ক্লান্ত বছরের প্রতিটি  দিন।
তবে কেউতো একজন আছে যার নগ্ন হাতে পসরা সাজায় আমার কল্পনাধূসর মলিন কবিতার বীণ।
তার সুরে আমি সমুদ্রে নামি, 
স্নানকরি, পবিত্র হই।
জানে এই পৃথিবীর আকাশ, 
জানে পাহাড়ের শীতল বাতাস, 
জানে আমার হৃদয় গহীনে বসবাসরত এক অন্তর্যামি।
আমাকে বলে যায় কানে কানে এসে
প্রিয়তমা ওঠো, দ্যাখো সূর্যটা কেমন অবলীলায় চেয়ে হাসে!
বলছে আজ কবির জন্মদিন,মুছে যাক বিরহী মনে থাকা সকল ঝীণ।

No comments:

Post a Comment