Thursday, 9 January 2020

হরিৎ বন্দোপাধ্যায়

মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ , ৯ম- তম প্রয়াস
















পাখি রঙের আকাশ ----- ১০    হরিৎ বন্দোপাধ্যায়

তুমি বোঝোনি বলেই আমার সবকিছু পরিস্কার। তুমি খোঁজোনি বলেই আমার সবকিছু পরিস্কার। খুঁজে খুঁজে যখন তোমার সবকিছু খোঁজা হয়ে যাবে তখন আমি রক্তাক্ত। তোমার থেকে সেদিন আমি কতদূরে। হয়ত কোনো গাছের নিচে একাকী দুপুরে চুল খোলা হাওয়ায়। অনেক শান্ত আমি। কোথাও কোনো দেখে ফেলার ভয় নেই। গাছের পাতায় লুকিয়ে থাকা কোনো ছোট্ট পাখির গান শুনছি। আর যা আমার নিজস্ব তার সঙ্গে আমিও আমাকে ভাসিয়ে দিচ্ছি হাওয়ায়।

No comments:

Post a Comment