Monday 13 January 2020

সোনালী দাস সরকার

মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ , ১৩-তম প্রয়াস













ভাগ্যের বিড়ম্বনা         সোনালী দাস সরকার

আঁধারে সূর্য হতে ঝরে আলোর ক্রন্দন 
বেদনার বেণী বন্ধনে লাগে কেশের জটা
চাঁদ কাঁদে অস্থায়ী প্রাঙ্গণে জোৎস্নায় যেমন
সব ক্ষণ স্থায়ী জীবনে আসে সুখের ঘটা!

আলোয়ে ঝিলিমিলি প্রভাতি শুদ্ধ সুরে
নব আশায় জাগায় মনে নব বাসনা
আগামীর হেলায় বর্তমান ফেলে দূরে
জোৎস্না প্রতি পদে পথ দেখাতে আসেনা!

শিঞ্জিনী খুলে নগ্ন পায়ে কণ্টক বেঁধান মা
জানেন মর্ত্যে সন্তান পাচ্ছে নানা যন্ত্রণা 
সেখানে অসুরের সেবার পান যখন উপমা 
সুখ ছেড়ে কাদের অসুখে দিচ্ছেন সান্ত্বনা?

অগস্ত্য নক্ষত্রের আসায় এল শরৎ সূচনায়
অপয়া পয়া নিয়েই ভাদ্র হয়েছে অখ্যাত
সব ভালো বলেই রাশিফল রচে গণনায়
খারাপই অবশেষে স্থান কেড়ে হয় বিখ্যাত!

No comments:

Post a Comment