Saturday, 4 January 2020

হরিৎ বন্দোপাধ্যায়

মল্ল সাহিত্য ই-পত্রিকা , ১-ম বর্ষ , ২৮৮-তম প্রয়াস








পাখি রঙের আকাশ ------ ৬      হরিৎ বন্দোপাধ্যায় 

সেই কোন ভোরে বেরিয়েছিল মন। পায়ে পায়ে অনেকটা পথ হেঁটে যখন সে মাটির দুয়ারে এসে বসল তখন ছায়া তো দেখাই যায় না। কত কত গন্ধ তার গায়ে। বোঝা যায় কত শহর গ্রাম সে পার হয়ে এসেছে। তার গল্পে বার বার উঠে আসছিল এক মায়ের কথা। জল বাতাসা হাতে এক মা। কত দিন তারা গরম ভাতের গন্ধ পায় নি। তবুও জল বাতাসায় ভরে যায় দুয়ার। এখনও তাদের মাটির গল্পে কত রস। ভেজা মাটিতে ভর দুপুরে দাঁড়িয়ে সবাই জল বাতাসা খায়।

No comments:

Post a Comment