Saturday, 4 January 2020

সংযুক্তা পাল

মল্ল সাহিত্য ই-পত্রিকা , ১-ম বর্ষ , ২৮৮-তম প্রয়াস







৩০শে এপ্রিল ২০১৯/১৬ই বৈশাখ ১৪২৬          রাইমোহিনী

পাতাঝরা বৃষ্টির খোঁজে অভিশপ্ত আগুনকে মুক্তি দিতে চাইলেও মুঠো মুঠো আগ্রাসন অধিকার করে ফেলে গোটা শরীর।আকালের পোড়া মাসে তৃষ্ণার বোধন সর্বগ্রাসিতায় লীন। চূর্ণ-বিচূর্ণ সত্তার গভীরে দাহপত্রে লেখা থাকে অনন্ত জিজ্ঞাসা।ধূসর গ্রীষ্মে নতজানু হতে চেয়েও সম্পর্কেরা ফিরে যায় ভেজা
রাতের উদ্দেশ্যে এক মায়াবী স্বর্গলোকে...... নান্দনিক স্থবিরতায়। চলমান অস্তিত্বে ধূলো-কাদা,ছাই-ভস্ম সবটাই ইন্দ্রিয়পরতায় আত্মবিশ্বাসী সরলরেখার মত বেঁচে থাকবে।নদীর মত সংজ্ঞা ছাড়াও প্রবহমান আয়ু নিজের কক্ষপথে উদাত্ত বৈরাগ্যকে সন্ন্যাসীর মত আগলে রাখবে জেনেই পরমাত্মার সন্ধানে আরও কিছু জীবাশ্মকে সঙ্গে নিয়েই যোগ্যতর সিঁড়ির সান্নিধ্য চায় আত্মিক ধ‍্যান-ধারনা।

রাইমোহিনী ঘাসের নীচে কান পাতলে শিশিরের অভিসন্ধি শুনতে পায়, যেখানে কবিতা র খাতায় বৃষ্টির ফোঁটা আঁকার মনঃসংযোগটাই সম্বল। নিঃশ্বাসে ঝড় তোলার পর আদরের পরিভাষায় যে ক্লান্তি এসে জড়ো হয়, সেখানেই সম্পর্কেরা রসায়ন ভুলে যায়। ঈশ্বরের পা পিছলে গেলে স্বর্গের হৃদয় সেখানে আপনি গলে যায়।ঐকান্তিক পরিনমনে স্বর্গের পোষাকী উৎসবের দহন থেকে মুক্তি চায় রাইমোহিনী। জ্ঞান বৃক্ষের ফল পেড়ে হাজারবার মর্ত‍্যের দোরে দোরে ঘুরতে রাজি সে।ভুল করার অভ‍্যেসেই আবিস্কৃত হোক মনস্তাত্ত্বিকতার রোগগ্রস্ত শিকড়ে আজন্ম লালিত ব‍্যাধির ওষুধ। আদমের কোলে শুয়ে ঈভের নারীত্ব আদিমতায় মুক্তি পাক, আনুগত্যে নয়।

No comments:

Post a Comment