Tuesday, 31 May 2022

মে সংখ্যা || কবিতায় সমরেশ মণ্ডল

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা ||  সমরেশ মণ্ডল


ভিজে যায়, মনের আঁচ

ভোর ভোর ভাগ্যিস আসিসনি, আলো উড়ে যেত
সেই আলো যার জেরে ভীষণ মায়াবী হয়ে পড়ত।
আজ আর পড়ে না-কেননা আলো ক্রমাগত চুঁইয়ে
পড়ে ত্বক থেকে মনের দেওয়ালে, ভিজে যায়,
মনের আঁচ পোহাতে হয়।

                                                              মুখে আলগা সৌন্দর্য খোলে
আমি তাকে কিছু দি নি তবু সে শান্ত হয়, অনেক ভিড়
ঠেলে উঁকি দেয়-আর কী করে?

                                                              অনেক দিন পর সে একদিন বলে,
তুমিই আমাকে শান্ত করে দিতে পারো'
                                                              কেন পারি ? আমি কেন পারি!

আলো হয়, বাতাসে হেরফের হয় - গলা থেকে
কাঁধ থেকে মায়াবী ভাঁজের অর্কিড থেকে
দুর্লভ সুঘ্রাণ এসে বলে ঐতো ডায়েরি ঐতো নিদারুণ
কলম, তুলে নাও তুলে নাও-দেবীকে ডাকো
তোমার-সময়ের-সুন্দরীদের ডাকো

আর ওই যে পুলকারে দূরের স্কুলে পড়াতে যাচ্ছে
ওর মুখে ওর মনে বসিয়ে এক একটি
ছবি আঁকো তারপর চার ফর্মা পাঁচ ফর্মা পান্ডুলিপি
বানাও… ভোর ভোর ভাগ্যিস আসিসনি, আলো উড়ে যেত।


10 comments:

  1. অসাধারণ

    ReplyDelete
  2. অসাধারণ

    ReplyDelete
  3. দারুণ দারুণ দুর্দান্ত অঅঅসাধারণ সুন্দর

    ReplyDelete
  4. খুব সুন্দর লেখা।

    ReplyDelete
  5. খুব ভালো লাগল

    ReplyDelete
  6. সবাইকে ধন্যবাদ।

    ReplyDelete
  7. খুব ভালো লাগলো

    ReplyDelete