Monday, 9 May 2022

২৫ শে বৈশাখ সংখ্যা ≈ অরণ্যা সরকার

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা ||  অরণ্যা সরকার



আবহমান


স্বপ্নের  ছদ্মবেশে কিছু কাতরতা আসে।

বলি প্রেম, বলি বিভা।

উথলে ওঠা গান  ঢেকে দেয়  সমস্ত প্রতীক।

বারবার, বিকল্পের গা ঘেঁষে দাঁড়ানো অসহ্য মনে হয়।

পরতে পরতে জমানো মৃত্যু মহান করে  ফলক উঠে আসে।

বলি প্রেম, বলি প্রত্নভোর।

তোমার তেষ্টায় থাকি, ভুবনে ভুবন রাখি ভেবে

কি যে রাধিকাপ্রবাহ ! আহা জানলে না

আসলে জানলে সবই, তোমারও তো শ্যামসমুদ্দুর

নুনের সমাচার বয়,  দিনশেষে এগিয়ে আসে সংসারহাত।

অন্ধকার গাইতে গাইতে  যুগল তারের চাঁদ মাখো।  

দৃষ্টির সংগ্রহে কত শুশ্রূষার অভ্যেস আমাদের।

দেখি, আর ভাবি, দেখিনা কিছুই।

মসৃণ ভাবনায় পাখি। পাখি মেধা, পাখি অস্মিতা।

পুরনো প্রেম ঠুকরে খেতে খেতে বলে যায়

এইসবই ঢেউপ্রবণতা…



No comments:

Post a Comment