লালন পালন
আকাশের দিকে তাকিয়ে আছে ধানকাণ্ডের সমগ্র
তাকিয়ে আছে ধ্বজাপত্র
কার্তিকের সোনা রোদে গা ধুয়ে সোনালী মসলিন পরনে
তার আটমাসের লালিমা- স্বাদ ভক্ষণ করেছে ক’দিন হলো
গর্ভভারে মাটির কাছে বিনতা ধানছড়া মেয়ে
উৎফুল্ল হয়ে শোনাচ্ছে তার ভ্রূণের নড়াচড়ার গল্প
এর চেয়ে বিশুদ্ধ,এর চেয়ে আদিম দৃশ্য আর কিছু নয়
মাটির মমতা শীকরসুধা সেচন করে
মায়ের দেহখণ্ড জুড়ে লালনের স্তব
পালনের সুর গাইছে পিতা, প্রতিটি আকাশ একক ।
চমৎকার লিখলেন।
ReplyDeleteধন্যবাদ জানাই
ReplyDelete