অনুরণন
অথচ , তুমি পুরোপুরি ভুলে গেছো আমাকে
যেভাবে ডুবে যাওয়া নৌকাকে ভুলে যায় সমুদ্রের জল
এবং তুমিও আজ স্মৃতি-বিস্মৃতির মতই অপ্রাসঙ্গিক
তবু এই ঝুপ করে নেমে আসা হেমন্তের সন্ধ্যায়
দিগন্ত-কুয়াশায় আচমকা জ্বলে ওঠে বনফায়ার
হাজারিবাগের জঙ্গলে আগুনের চারপাশে ভেসে ওঠে মুখ
ছাতিমের গন্ধমাখা পথঘাটে আলগোছে ফিরে আসে প্রত্ন-অসুখ
"অনুরণন" শব্দের অর্থ এ শহরে কেউ জানে কি না -
ভাবতে ভাবতে আজ বহুকাল পর
আমি এক আনমনা ট্রামে উঠে পড়ি ....
No comments:
Post a Comment