গণতন্ত্রের উৎসবে
জরাজীর্ণ যে লোকটি
খালি গায়ে নেংটি পড়ে
ভোটের লাইনে দাঁড়িয়েছেন
তিনি কোনও মোহনদাস কর্মচন্দ গাঁধী নন
তিনি নেহাতই সোরেন মুর্মু
বহুদিন পিঁপড়ের ডিম খেয়ে
দিন গুজরান করেছেন
ওর ভাতের থালার ওপর দাঁড়িয়ে
ভারতবর্ষ অন্য দেশে বোমা ফাটিয়েছে
সোরেন মুর্মুর বুনে দেওয়া ফসল
আমরা বাজার থেকে কিনে এনেছি
ওর এই ডিগডিগে চেহারা
কল্পনাতেও আসেনি
খেয়াল করুন , আট লাইনের শুরুতে
ওর মাথায় চন্দ্রবিন্দু পর্যন্ত দিইনি
প্রয়োজন মনে করিনি
আজ সোরেন মুর্মু মদ খেয়ে টালমাটাল
পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রের উৎসবে
ও প্রাণপণে মনে রাখার চেষ্টা করছে
কোন দল ওকে মদটা খাওয়াল
বেইমানি ওর রক্তে নেই
No comments:
Post a Comment