Tuesday 31 May 2022

মে সংখ্যা || কবিতায় তমোঘ্ন মুখোপাধ্যায়

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা ||  তমোঘ্ন মুখোপাধ্যায় 


মৃত্যু

আশ্চর্য কপিশ মৃত্যু আমাদের নয়, যার চিরায়ত ছায়া
শরণাগত-র মুখে চিৎ হয়ে শোয়। যেন নিসর্গ এমন
ঘটনার হিম থেকে বহু দূরে রেখেছিল জন্মঘোর, মায়া—
সেহেতু যে-কোনও মৃত্যু তুখোড় জান্তব আর লাগে না তেমন।

শমীবৃক্ষ আমাদের অস্ত্রগুলি পুনরায় অস্বীকার করে।
কোনও গুহামুখ নেই, সমস্ত আশ্রয় থেকে মায়া দোহনের
শব্দ উঠে আসে; স্তন ক্রমশ শিথিল, উষ্ণ প্রাতিস্বিক জ্বরে।
সুতরাং খাদ্য নেই, স্রোত নেই। আয়ু নেই শোক মন্থনের।

নিক্ষিপ্ত হয়েছে কার ত্বাষ্ট্র? দ্যাখো, যত স্মৃতি ছিল জাগরূক,
সমস্ত অতল খাদে ক্রমশ তলিয়ে গেল। এখন কে কার 
মুখাগ্নি সাজাবে? খই মোহের আরক; পথে হরিধ্বনি ঝরে।

আশ্চর্য কপিশ মৃত্যু আমাদের নয়, তবু অগরুর সুখ
আত্মীয়হনন ছুঁয়ে ফণা তোলে। শমীবৃক্ষ বিকল সেতার।
এখন সমস্ত সুর তামসিক। জেগে আছে শবের শিয়রে...



No comments:

Post a Comment