Monday, 9 May 2022

২৫ শে বৈশাখ সংখ্যা ≈ সায়ন্তনী নাগ

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা ||  সায়ন্তনী নাগ  || অণুগল্প


বাউণ্ডুলে

ধূসর আকাশে ওরা জড়ো হলো বিষণ্ণ রেখায়। এক ঝাঁক। কতদিন পর! পরিযায়ী ওরা। লক্ষ মাইল পথ পেরিয়ে ফিরে আসে মাঝেমাঝে। বোবা গাছটি আকুল হাত বাড়িয়ে ডা্কে,‘এসো! দেখো কত দীর্ঘ কালবৈশাখী আমি আগলে রেখেছি তোমার সংসার। কত ভালোবেসে লালন করেছি অন্ধ শাবক। সঞ্চয়ের খুদকুঁড়ো। ’পাখি আসে না। পালকে তার সংসার ভাঙার স্পন্দন। ডানায় আলো। ঠোঁটে অন্ধকার, আবহমানের। পুরনো বাসাটিকে চিনতেই পারে না বাউণ্ডুলে। অবলীলায় খুঁজে নেয় নতুন গাছ। শুধু তার পরিত্যক্ত সাদা পুরীষে আপাদমস্তক ঢেকে দাঁড়িয়ে থাকে স্থবির বট।


No comments:

Post a Comment