মাল্যদান পর্ব
একটা বিপন্নতা ঝুঁকে রয়েছে দরজায়, সদরে!
চৌকাঠ ছাড়ালে মেঘেদের কলরব,শিবির বদলের ছৌ-গাথা
অথচ সীমান্ত এলে সব পারাপার নিধুবাবুর টপ্পা
শুধু কার্তিকে সকলে ঘরে ফিরে এলে
ধানের শিষের উপর আজও
জীবনানন্দ রোদ বুনে দেয় প্রিয় চড়ুইয়ের দল;
তবু বাসি অক্ষর থেকে খুঁটে খুঁটে সাজিয়ে রাখি
গোধূলির নিভৃত হেমন্তশোক
নিখুঁত বিপন্নতাও তখন আর এক বিপন্ন বোধ থেকে
শুরু করে দেয় অগস্ত্যযাত্রা
ছন্দহীন পড়ে থাকে পৌরমানব আর মাল্যদান পর্ব
No comments:
Post a Comment