আজনবি
জলরেখা ভেঙে বেরতে চাই অথচ
পাখিসমুদ্রে কোনো নীলের আঁচড় নেই
সমস্ত আকাশে মগ্ন অন্ধকার
মেঘের আলফাজে শুধুই নুনের পূর্বরাগ
ব্যক্তিগত ফুঁড়ে অভ্যাসের চিল উড়ে যায়
কেবলই সন্ধিবিচ্ছেদ
কেবলই ভুলের অনুপ্রাস
স্পর্শ ফুরিয়ে যাওয়া উল্কিস্মৃতি
গাঢ় উপমা টানে
তোমার আজনবি মুখোশে
সুন্দর
ReplyDelete