উপেক্ষাবালিকা
কতদিন পরে কতকাল আরও
সামান্য ছায়ার কাছে এসে বাতাস বলেছে
যেও না ওদিকে অন্তরালে যাও
তফাৎ তফাৎ! যা দেখার নয় তাকে শোনা পাপ
যা শোনার নয় তাকে সাদরে ধারণ করো
ধারণ করার নয় যা কিছু বাউলসুরে ছেড়ে দাও আকাশে আকাশে
উপেক্ষাবালিকা তুমি , শূন্যতা গ্রহণ করো
চোখে জল এলে ফেলো না মাটিতে
আগুনে পুড়িয়ে দাও দেখো দপ করে জ্বলে উঠবে অসহায়
তুমি ভাববে মৃত্যু পুড়ছে, ওদিকে তৎক্ষণাৎ জন্ম পুড়ে ছাই...
খুব সুন্দর লিখেছ রুমা
ReplyDeleteদুর্দান্ত
ReplyDeleteধন্যবাদ আপনাকে।
ReplyDeleteদারুন সুন্দর একটি কবিতা
ReplyDelete