জরা
সরে সরে যায়,
এমনিই অসহায়
আমাদের ধ্যানকক্ষ ছাদ।
অবর্ণিত দূরের খেয়া,
যাত্রা রবে ফিরিয়ে দেওয়া
আকুলের গ্রহণ প্রসাদ।
কোরাসের ওংকার ধ্বনি
সুর তার হোক যেমনই
রক্ত-ছেদি ঘুম ভাঙানিয়া।
প্রতিটি প্রহরের শেষে
আয়াতের উহ্য উন্মেষে
জেগে থাকে করুণার মাফিয়া।
বেশ অন্যরকম, জেগে থাকে করুণার মাফিয়া..ভাবালো এবং ভাবাচ্ছে
ReplyDeleteমিল-বিন্যাস লক্ষণীয়। শেষ পংক্তিটি শেষ হয় না। মনে আন্দোলিত হয়।
ReplyDelete