Tuesday, 31 May 2022

মে সংখ্যা || কবিতায় অমিত গোলুই

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা ||    অমিত গোলুই 



বনসাই 

নিজেকে বড়ো করে 
অন্যকে ছোট দেখতে দেখতে 
ভুলেই গেছি 
নিজেকে ছোট করে 
অন্যকে বড়ো দেখতেও
কতো ভালো লাগে  । 


ভাস্কর্য 

পরিত্যক্ত গাছের গুঁড়ি তুলে এনে 
শিল্পী সুন্দর মানুষের মুখ গড়ে 
সৃষ্টির আনন্দে আত্মহারা হয়ে গেল । 

আর পরিত্যক্ত গাছের গুঁড়ি , সে কী পেল ? 

সে পেল আবর্জনা থেকে উঠে এসে 
শিল্পীর স্টুডিয়োতে আশ্রয়
আর শরীর জুড়ে ছেনির আঘাত 
সইতে সইতে টের পেল
এক আবর্জনা থেকে উঠে এসে 
আর এক আবর্জনায় ঢেকে গেল । 


No comments:

Post a Comment