|| মল্ল সাহিত্য ই-পত্রিকা || শাশ্বত বন্দ্যোপাধ্যায়
দাউদাউ
যে নিঁদ করেছে হারাম, চঞ্চল বালকের কিচিরমিচির, গ্রীষ্ম দুপুরে,
তাকে ডাকো। বসাও সমুখে।
জানাও। যে ঘুম কেড়েছে সে
দৈবিক,
ম্লান হয়ে গেছে সেই ঋণ।
শাওন সন্ধেটুকু বাকি।
জেগে থেকে লাভ নেই -----
মর্মর উপান্ত, যদি জেগে ওঠে
আবার। দিগ্বিজয়ী হাসি আর
বেইমানি আকন্দ ফুল,
এককোণে,
পাড়ার মাচানে ?
❤
ReplyDelete