Monday, 9 May 2022

২৫ শে বৈশাখ সংখ্যা ≈ হরিৎ বন্দ্যোপাধ্যায়

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা ||   হরিৎ বন্দ্যোপাধ্যায়



সবুজের উঠোনে 

আলমারিতে বইয়ের পাতার সমুদ্রে এখনও 
দু'চারটে নাম নাক তুলে আলো হাওয়ায় জায়গা নেয়
হারিয়ে যাওয়া কিছু দোফসলি গ্রামের উদ্ধারের খবর
দশ পাতার চতুর্থ কলমে পঞ্চাশ শব্দে প্রকাশ পায়

তবুও কিছুতেই সরানো যাচ্ছে না 
ছবিঘরের ইজেলে টাঙানো মৃত মানুষের ক্যানভাস
মেঘলা আকাশের মতো ধূসর রঙে ডুবে আছে 
অগণন মাটি মানুষের হাতের তালু 

নদীর ওপার থেকে মাইকের গান ভেসে আসার মতো 
মাঝে মাঝেই একটা ভেজা হাওয়া 
বুকের ভেতর ঢুকিয়ে দিচ্ছে বাঁচার ফুঁ 

সবুজের উঠোনে 
স্পষ্ট হিজিবিজি সমীকরণের দাগ দেখে 
মেঘ ফাটিয়ে রোদের মাদুরে দাঁড়িয়ে মুখ বাঁকাচ্ছে
এক কিশোর । 


No comments:

Post a Comment