Monday 9 May 2022

২৫ শে বৈশাখ সংখ্যা ≈ নীহার রঞ্জন জয়ধর

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা ||  নীহার রঞ্জন জয়ধর



পরিযায়ী             

               

ঘর শুয়ে আছে ঘরে মুখ গুঁজে 

নিজের শ্বাসে বিরক্ত শ্বাসবায়ু 

ঘামের গন্ধে খবর আসেনা -- 

ক্ষুধার্ত অপেক্ষা ফেরেনা জমানো পৌরুষে 

কাঁচাডাল ফলভার সহ  ঈশান কোনায় খোঁজে বৈশাখী


প্রথমত, নাগর-অনুভব ছিল সড়কের  

খালি পা হেঁটে যায় নরনারী দেহে

বাতাস ঘুরে ঘুরে গল্প শুনতে চায় প্রবাসের 

রাত ঘুমোতে পারেনা ছোঁয়া সুখে 

তারাদের কলরব কানে কানে 


মানুষ ফিরছে, প্রবাস ভেঙেছে, প্রাক্তন বাসায়


               

শুধুই স্থানীয় নিম্মচাপ জানে, 

পথের পিঠে ফোস্কা পড়েছে আজ 

দুপুরের চামড়া গলছে যন্ত্রনায় 

ঘরমুখী মড়া কান্নায় বাতাসের কান ব‍্যথা 

দেবতার নাকেও সে অবৈধ-পার্থিব, হানাদার

                   

কিছু কথা চাপা পড়ে প্রকৃতিতে, হয়ত সংস্কারে 

মানুষ বহুবচন হলে নিঃশ্বাসে ঝড় উঠতে পারে




No comments:

Post a Comment