ভিতর- বাহির
যন্ত্রণার চোখ থেকে যে আলো ঝরে পড়ে
ধুলোর রুক্ষতায়
তাকে স্পর্শ করতে পারনি বলে
বকুল ফোটেনি উঠোনের ডালে
কোকিলের রিংটোন বাজেনি তাই...
তবু দ্যাখো,প্রতিটি সূর্যাস্তের শেষে
স্বপ্ন গুলি কানামাছি খেলে
ফেঁসে যাওয়া বালিশের তলায়-
ছতিচ্ছন্ন তুলো গুলি, তবু ছুঁয়ে থাকে
বরফের হাতে
পরস্পরের শরীর-
ধ্রুবতারার আলো ভাঙা আরশির্তে
প্রতিফলিত হয়ে ঘর ছেড়ে চলে যাচ্ছে
ঘরের বাইরে...
No comments:
Post a Comment