Monday, 9 May 2022

২৫ শে বৈশাখ সংখ্যা ≈ নিমাই জানা

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা ||  নিমাই জানা



১৩ ডিগ্রির মৃতদেহে সঞ্জীবন চারাগাছ পুঁতেছে ডারউইন

তারপর অপ্রকৃত ভগ্নাংশের ফ্যালোপিয়ানে গজিয়ে ওঠা কিছু স্পাইরাল রঙের স্বমেহন / ক্ষতিগ্রস্ত  নিউক্লিয় জালকের ঠোঁটে এক ডেসিবেল স্পোরিডেক্স রাখলাম

রাতের কম্পাঙ্ক আসলে নিজের কর্নিয়ার ভেতর দ্রিমি দ্রিমি বেজে ওঠে রাবণের সাংখ্য দুন্দুভির মতো
মৈথুন পরবর্তী বীজধান গুলোই অংকুর নিয়ে ফিরে আসে সাদা রঙের লিউকোপ্লাস্টের দিকে , আমি একটি সরাইখানার নিচে বসে কিছু অশোকের ব্রাহ্মলিপি পড়ে ফেলেছি নৈসর্গিক নিরাভরণ চাঁদের সাথে আধশোয়া মৃতদেহের মতো
মৃৎশিল্পীরা নিম্ন স্থিরাঙ্কের চাঁদ ডুবে যাওয়ার পরই আবার জেগে ওঠে মৃতসঞ্জীবনী মতো , আমরা সবাই মায়ের বীজগাণিতিক শ্রাদ্ধের জন্য উৎফুল্ল আনন্দে আমের লালপাতা গুলো ছিঁড়ে ছিঁড়ে খেতে থাকলাম , কেউ আমাদের গভীর রাতে নাম ধরে ডেকে চলে মৃত্যু সংবাদ শোনার জন্য

প্রথম শ্রেণীর খাদক হয়ে ডারউইনের পিছনে দৌড়ে বেড়াচ্ছে উলঙ্গ জনুক্রম নিয়ে
জীবাশ্ম গুলোই অন্তিম পর্বে ঝুলে থেকে আমাদের অন্তর্বাসহীন স্ক্লেরোসিস দাঁতের মতো , নিজের ভেতরে থাকা পিশাচেরা প্রতিদিন প্রজনন ঘটিয়ে চলে রাতের গভীরতা বাড়লে ,
আমরা কিছু নরম ক্রোমাটিন দানা উড়িয়ে চলি স্বরবর্ণের মতো , ছায়াপথে আমি কিছু পরকীয়ার অনুবীজ রেখে প্রাচীন নিম গাছের ভেতরে থাকা অজস্র অন্তঃক্ষরা গ্রন্থি থেকে টেনে বের করে আনি মাথার পিটুইটারি
একে একে নিজেদের শিফন ভগ্নাংশ সবগুলোকে মেলে দিই নিষিদ্ধ দৈর্ঘ্যের হিমোগ্লোবিন দিয়ে
আমার ব্রাকিয়ালে ১৩ ডিগ্ৰী মৃত্যু চেপে বসে আছে কালো রঙের পোশাক পরে

আজ রৈখিক বন্ধনীর মতো আমার ও আত্মহত্যার একটি উপযুক্ত দিন হতে পারে , কারণ চাঁদ ঠিক ধারালো ব্লেডের মতো চকচক করছে

No comments:

Post a Comment