ঠোঁটের উঠোন জুড়ে হৃদয় হরিৎ
ঘৃণিত দৃষ্টিকোণের মত অজ্ঞাত পলাশসন্ধি
দ্যাখো, নাভির উপত্যকা জুড়ে জ্বরের ঘোর লেগে আছে
বুঝি -- কবি তো বোঝে না ছলনা,
পরোয়ানা পারে না দিতে জোছনা অসুখে,
প্রেমিক পুরুষ আঁকে না বিষাদ গান ক্ষতের উপমা শুধু জারুল সন্ত্রাসে
দ্যাখো নিম্বাস মেঘের ঠোঁটে ঝড়ের কাহন আর
চাতকের চোখে জ্বলে অপেক্ষার অনুরণন
দেখি -- বালক বয়স বুকে গাঙ্গুলী স্ট্রিটের স্মৃতি জেগে থাকে
যেখানে চাঁদ ছিল ঘোর অন্ধকারে
অথচ তাকে আলোকিত ভোরের শপথে
বুনে দিতে চেয়েছি এক হৃদয় হরিৎ
তবুও উড়ে যায় কথার বল্কল অবজ্ঞার ভিড়ে
ব্যথার দহনপুরে বাকি থাকে কিছু সুর,
কাছে থেকেও বহু দূর প্রলাপে প্রলাপে
অসাধারণ একটি কবিতা
ReplyDeleteঅপূর্ব লাগলো।শুভেচ্ছা জানবেন।
ReplyDeleteঅশেষ কৃতজ্ঞতা জানাই প্রিয় ❤️
Delete