Monday 9 May 2022

২৫ শে বৈশাখ সংখ্যা ≈ সম্পাদক হওয়ার অভিজ্ঞতা

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা ||   রিতা মিত্র
                                         


সম্পাদক হওয়ার অভিজ্ঞতা

আমরা যারা কলমের কারিগর মানে ফুলটাইম বা পার্টটাইম লেখালেখি করি  তাদের একটি স্বতন্ত্র ইচ্ছে ডানা থাকে। কবিতা, গল্প , প্রবন্ধ সে যাই লিখি না কেন, সেখানে আমাদের কলম কোনো সীমানা মানে না কিন্তু যখন সম্পাদক, সম্পাদনা , সম্পাদকীয় নামের দায়িত্ব ঘাড়ে বর্তায় তখন ব্যপারটা ঠিক ৩৬০° ঘুরে যায়। তখন প্রতিটি পদে দায়িত্ব নামক পাথর কলমের পথ অবরোধ করে এবং সেটাকে যে ঠিকঠাক ম্যানেজ করে উঠতে পারেন তার নাম সম্পাদক। 

     এ যাবৎ প্রায় তিনটি পত্রিকার সম্পাদক মন্ডলীর সদস্য পদে রয়েছি। আমার মতে প্রতিটি পত্রিকার নিজস্ব চরিত্র থাকে এবং সে সেই ভাবেই পত্রিকা সাজিয়ে তোলে। 
কিছু পত্রিকার মুলমন্ত্র হল আপডেটেড কবিতা নিয়ে পথ চলা ও প্রশ্রয় দেওয়া। 
কিছু পত্রিকার চরিত্র নিজের শেকড় কে আগলে রাখা এবং তারই চারপাশে পরিক্রমা করে লেখা নির্বাচন করা। আর কিছু পত্রিকা সম্পূর্ণ ভিন্ন পথ অবলম্বন করে। যেমন পাহাড় ভেঙে নতুন পথের দিশারী হয়ে ওঠা। অভিজিৎ দাস কর্মকার  সম্পাদিত মল্ল্য সাহিত্য ই-পত্রিকা সহ-সম্পাদক মন্দিরা ঘোষ এবং আমি( রিতা মিত্র) সেই পথের পথিক এবং এই মহান ব্রতের ব্রতী হতে পেরে আমরা খুশি । 

   একটা পত্রিকা সম্পাদনার পেছনে বহু পরিশ্রম থাকে। প্রথমতঃ লেখা নির্বাচন। লেখা নির্ভূল  হওয়া আবশ্যক। যে কোনো পত্রিকা প্রকাশ করার নেপথ্যে অনেক  দৌড় ঝাঁপ থাকে। নির্বাচিত লেখা প্রেসে নিয়ে যাওয়া , ফার্স্ট প্রুফ, সেকেন্ড প্রুফ দেখা, পেজ সেটিং করা ইত্যাদি । পত্রিকার জন্য প্রচ্ছদ নির্বাচন করা এই সব কাজের কিছুটা অভিজ্ঞতা রয়েছে। যদিও এই সব কাজ ছাপা পত্রিকার ক্ষেত্রে  করতে হয়। এখন অন লাইন পত্রিকার যুগ এই দৌড়াদৌড়ির কাজ কমে গেছে তবুও মস্তিষ্কের কাজ যথারীতি করতেই হয়। দ্বিতীয়ত পাঠকের আকর্ষণ বজায় থাকে সে ব্যপারে খেয়াল রাখা। নতুন বিষয় নিয়ে গবেষণা ধর্মি লেখা আহ্বান করা। কবিতার বিভিন্ন ধরণ কে ভিত্তি করে লেখাকে প্রশ্রয় দেওয়া। নতুন পুরোনো সকল দশকের লেখকের লেখা নেওয়া। যাতে সকল রকম পাঠকের মন ছোঁয়া যায় তাদের হৃদয়ে  পাকাপাকি পত্রিকা  স্থান করে নিতে পারে। যেন পাঠকের মন ব্যাকুল হয় পত্রিকাটি পড়ার জন্য। যেমন প্রেমিক প্রেমিকা অধীর অপেক্ষা করে একে অপরের জন্য। ঠিক সেই উচ্চতায় পত্রিকাকে নিয়ে যাওয়ার দায়িত্ব সম্পাদকের। ঠিক তেমনি দায়িত্ব লেখকের উপরেও বর্তায় পত্রিকার মান বজায় রাখার জন্য নিজেকে ক্রমশ আপডেট ও আপগ্রেড করার।



1 comment:

  1. ভালো আলোচনা। আমিও একজন সম্পাদক। তাই অনেক কথাই মনে হয় আমার।

    ReplyDelete