Monday 9 May 2022

২৫ শে বৈশাখ সংখ্যা ≈ রথীন বন্দ্যোপাধ্যায়

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা ||   রথীন বন্দ্যোপাধ্যায়



এই পৃথিবীর সমস্ত ঘর      

যেন চার দেয়ালেও ঘর নয় তেপান্তর
সিলিং মানে গ্রীষ্ম আকাশ হাজারখানেক অসহ্য
রঙমশাল
যুগলবন্দী চৌরাশিয়া এবং বব ডিলান
পুঁজি এবং সাম্যবাদ একই পাত্রে খাচ্ছে ঘি
এসব ততক্ষণই, মধুর সাথে মৌমাছি....

অঙ্কগুলো না মিলতেও পারে
হঠাৎ কোনও যুদ্ধ হল শুরু
কার নিঃশ্বাস পড়ল কার ঘাড়ে
কিংবা তুমিই রাজাধিরাজ গুরু

সমস্ত ভুল ভাঙলে পৃথিবীর
সব নদীর......

চার দেয়ালের ঘরগুলো হোক নীড়, মন্দির 

2 comments:

  1. অনেক দিন পর তোমার লেখা এমন ছন্দ মিলের কবিতা পড়লাম।
    ভীষণ সুন্দর। ঘর নয় তেপান্তর। সব দেওয়াল ভেঙে দিয়ে পৃথিবীর
    নিজের অংক মিলিয়ে দিয়েছ। সাধু। তীব্র শুভেচ্ছা।

    ReplyDelete
    Replies
    1. আপনার ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম

      Delete