Monday 9 May 2022

২৫ শে বৈশাখ সংখ্যা ≈ নবনীতা সরকার

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা ||   নবনীতা সরকার



জন্ম বিষয়ক
 
এখন তো মার্চ,
মার চোখে দেখছি দিনে দিনে কেমন
'চ' হয়ে যাচ্ছে ত্বক।রোদ্দুরের বয়স বাড়ছে ।

যে বয়সে আমি আলোর পাশাপাশি হেঁটে গেছি
সে বয়সে এত বৃদ্ধ ছিলনা রূহ্
এখন সূর্য কেমন কুঁচকে যাচ্ছে, বিকালের আগেই
ভেঙে যাচ্ছে 'খ'এর সর্বনাম -
সিগারেট পুড়ে
ক্ষয়জাত সংসার।

চৈত্রের রঙে আমের মুকুল হলুদ... 
জন্মে বিষ্ফোঁট নিমফল ।

এখন তো মার্চ,
আমি এক নামবাচক সন্তান,সন্তানবাচক
নাম -চৈত্রের ঝরে পড়ার শব্দ পেলেই মনে মনে ভাবছি
এমন মৃত্যুদিনেও, 
জন্মদিন আসে বুঝি? 


3 comments:

  1. বেশ অভিনব মনে হল।
    তবে চৈত্র ( বাংলা মাসের নাম) আমাদের মনে একটা ঈঙ্গিত সৃষ্টি করে। এক্ষেত্রে মার্চ মাসে ইঙ্গিত টা ধরতে পারলাম না। 'মা' এবং 'চোখ' এই দুটো শব্দের সাহায‍্যে কিছু ভাবার চেষ্টা করলাম। ব‍্যর্থ হলাম।

    ReplyDelete
  2. চৈত্র হল transition.মার্চ মাসের সেকেন্ড হাফ এবং এপ্রিল এর ফার্স্ট হাফ। মার্চ থেকেই টানলাম মায়ের চোখ।মা'র চোখ। মা'র চোখে দেখছি কেমন কুঁচকে যাচ্ছে ত্বক।'চ' টা কুঁচকে যাওয়ার ইঙ্গীতবাহী।
    এরপর বুঝিয়ে দেওয়ার হয়ত প্রয়োজন নেই। আর পাঠক এবং লেখক সম্পূর্ণ আলাদা সত্তা।তাই আলাদা আলাদাভাবে বোঝাটাই শ্রেয়।
    শেষ কথায় বলি, এমন মৃত্যুদিনেও তো জন্মদিন আসে।

    ReplyDelete
  3. অসাধারণ লেগেছে। নিজের জন্মদিন এর কি অদ্ভুত ব্যাঞ্জনা। বিস্ফোট নিমফল, নামবাচক সন্তান। পামির মালভূমির মতো বিস্তৃত বিষাদের মোহিত ঢাল। শুভ জন্মদিন।

    ReplyDelete