Tuesday 31 May 2022

মে সংখ্যা || কবিতায় অমৃতা ভট্টাচার্য

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা ||  অমৃতা ভট্টাচার্য


রক্ষক

আমাকে সে গ্রাস করে, আমার আয়না বাদশাহী

উলম্ব সঞ্চয়ে রেখে পাশাপাশি তার কারসাজি

গল্প যাকে লিখি আমি, সে আমার কাটামুণ্ড রাত

প্রেতের ছায়াটি ধরে কুলকুল শিরায় ভ্রমণ

বন্দরে রুমাল ওড়ে, অব-ক্ষিতি সংযোগের মেঘ

আমার বিকল্প ছায়া বেণী বাঁধা শেখেনি যখন

অরন্ধন দাবী রেখে চুল ধরে এনেছ সভায়

হননে জেনেছি প্রেত, ‘আমি’  আর ‘স্বামী’-র প্রাচীর

অরণ্য করেছ ভূমা, মুক্তি? সে তো অপলাপ বেদ

 

আমাকে যে গ্রাস করে, আয়না সে, ছায়াধারী খেদ –



3 comments:

  1. খুব সুন্দর কবিতা

    ReplyDelete
  2. Hard to digest, but excellency in twist proves excellency in talent.

    ReplyDelete
  3. অসাধারণ একটি কবিতা পড়লাম।

    ReplyDelete