একটি হারমনিক কবিতা
কতো মানুষের আসা যাওয়া দেখি
কতো গাড়ির আসা যাওয়া
পাখিরা নিত্যদিন আসে আর যায়
দ্রব্যমূল্য শুধুই বাড়ে আর বাড়ে
মানুষের উপার্জন নেমে আসে নীচে
কতো কবির কতো কবিতা দিনরাত পড়ি
কতো কতো আলোর ভিতরে
আমি এক একা অন্ধকার.....কালো
জেগে থাকি
জেগে থাকি
জেগে থাকতেই হয়....
তবু
একটা প্যারামিটার অফ প্যারাডাইস
একটা ওয়েভ অফ হারকিউলিস
আর একটি উদভ্রান্ত tripical mathematics
আমাকে ভর করে, আমাকে ভাবায়
আর ভাবতে ভাবতে ক্রমে ক্রমে
আমি নিজেই
কেমন যেন একটি বৃত্তাকার হারমনিক,
হারকিউলিস
কবিতা হয়ে যাই ।
নতুন রকমের ভালো
ReplyDeleteআজ পড়ে নাও কত কবির কত রকমের কবিতা।কাল তোমায়
ReplyDeleteরবি ঠাকুরের কবিতা শোনাব। শুভেচ্ছা ও অভিনন্দন রইলো।
জেগে থাকতেই হয়।জেগে থাকতেই হবে।
ReplyDeleteজেগে থাকতে হয়।জেগে থাকতেই হবে।
ReplyDeleteজেগে থাকা এক বৃত্তা কার হারমোনিক
ReplyDelete