Tuesday, 31 May 2022

মে সংখ্যা || কবিতায় শ্যামশ্রী রায় কর্মকার

|| মল্ল সাহিত্য ই-পত্রিকা ||  শ্যামশ্রী রায় কর্মকার 


চোখ

কত শক্তিমান তুমি ভেবেছ নিজেকে? 
অবশিষ্ট পৃথিবী নির্বোধ? 
তোমার  আঙুল শুধু জালবিস্তার জানে  
কার্যসিদ্ধির মোহ, টোপ 

আমরা হাঁ মুখ শুধু?
গিলে নেব? দেখে ফেলব না
তোমার চাণুর-মুষ্টি, বিষাদকালীন ভয়
প্রতিশোধস্পৃহা নামে যত বিস্ফোরক? 

যাকেই শিকার ভাব, সে আসলে চোখ
সে তোমাকে দেখে ফেলে, চিনে ফেলে তোমাদের
দুগ্ধভানাবনত যাবৎ পূতনাদিন 
সযত্নে লুকিয়ে রাখা আপাদমস্তক



4 comments: