মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ , ২৭-তম প্রয়াস
বিজয়া রোনক ব্যানার্জী
কাশবন ম্লান হয়ে বসে আছে,আজ বিদায়ের পালা
যে সরোবরে ফুঁটেছিলো একশো আটটি নীল পদ্ম,
আজ তার বুকে শুধুই বাংলার আতঙ্ক।
সিঁদুরখেলা,অষ্টমী তিথিতেও হয়,তবে আজ বিষাদের সুরে ফ্যাকাসে;
রাস্তাজুড়ে শব্দবাজি আর লাউডস্পিকারের দাপাদাপি,
উৎসবি আমেজ ও অকারণ ক্ষুদ্র বিবাদের দগদগে ঘা যেনো জগদ্দল পাথর।
কথামতো, রীতিমতো, পুরুষতান্ত্রিক অনুশাসন ভেঙ্গে মা এসেছেন ধরায়;
প্রথাগত ধারায় বিদায় জানাতে হবে নারীশক্তির কান্ডারীকে,
সকলেই ক্লিওপেট্রা নয়, রাজাধিরাজের নির্দেশ মান্য করা আমাদের একান্ত অভিপ্রায়।
মন্ডপে আছড়ে পড়ছে না ভীড় কাতারে কাতারে
শিল্পীর লালিত শিল্পকর্ম বিমর্ষে অপলক;
আজ ওদের মৃত্যুর পালা, ওদের নিয়ে আবার মাতব্বরি হবে ফিরতি বছরে।
সুখ-দুঃখ,রাগ, অপবাদ, নৈবেদ্য সমস্ত ভাসান গেছে নদীতে,
ও নদী, তোমার অন্তরে কতখানি জায়গা?
তুমি তো মা, অনুভূতি চেপে রাখা তোমারই দায়,তোমারই কর্তব্য।
No comments:
Post a Comment