Tuesday, 28 January 2020

হরিৎ বন্দ্যোপাধ্যায়

মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ , ২৮-তম প্রয়াস















পাখি রঙের আকাশ ----- ২৮    হরিৎ বন্দ্যোপাধ্যায়

খুব ভোরবেলা মায়ের বুক থেকে বেরিয়ে একেবারে আমতলায়। ভুলেই যেতাম আমতলায় কেন এসেছি। গাছে হেলান দিয়ে ভোর দেখতাম। এখানে ওখানে দু'একটা পাখি জেগে উঠত, মনে হতো ওরা যেন খেলতে নামার আগে জানিয়ে আসছে। যে ছেলেটাকে কেউ গুরুত্ব দেয় না, ভোর তাকে অনেকটা জায়গা ছেড়ে দিয়েছ। মনে হতো চেনা জগৎ ছেড়ে অনেক দূরে চলে এসেছি। কোনো এক নদীর ধারে। মুখোমুখি ভোর ----- আমার মাথায় হাত দিয়ে আছে। সাদা পাতায় সারি সারি না বলা কথা। তারা আজ দুপুরের বৌ কথা কও, ভোরের চড়ুই হয়ে উড়ে বেড়ায়।


No comments:

Post a Comment