মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ , ১৬-তম প্রয়াস
ফিরুক সুভাষ সুজাতা মিশ্র(সুজান মিঠি)
এখানে সকাল হয় দিঘির জলে রক্তের ছায়াছবিতে
এখানে রাত্রি নামে শেয়ালের পোড়া মাংসের দাবিতে।
এখানে বাতাস কাঁপে সর্ষেভূতের মুখোশ চিনতে চিনতে,
এখানে রাষ্ট্র বাঁচে পরাধীন গ্লানির ভেট কিনতে কিনতে।
এখানে পাহাড়ের উপর বাস করে নোংরা পচন ঘা,
এখানে নদীর দূষণে বালিদেরও ঝলসে ওঠে গা।
গাছের কাঠে কাঠে কাঠঠোকরা ঠোক্কর থেঁতলানো,
রক্তের জাল বুনতে সুর হারিয়েছে এখানে গানও।
এখানে সময় লজ্জা হারিয়ে দু কান কেটেছে হায়া,
এখানে সংসার সং-সাজ শিক্ষায়, মুখ ঢেকেছে মায়া।
এখানে আকাশ ভেঙ্গে কাঁচ ফোটে ধুলো হাতে,
এবার এখানে সূর্য উঠুক নষ্ট শেয়াল ছেঁড়া রাতে।
নিষ্ঠুর দামামা এবার বন্ধ করুক হিংসার দিঘি ঘাট
এখানে বাতাস এইবার ওড়াক পরাধীন সং-ঘাট।
শেষবার এখানে সুভাষ আসুক মৃত রাত্রি অন্ধ-বনে,
এখানে রক্ত শুষে সূর্য উঠুক নেতাজির কণ্ঠ-রণে।
No comments:
Post a Comment