Sunday 12 January 2020

রবিবারের কথা

মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ , ১২-তম- তম প্রয়াস

রবিবারের কথা ...
আজ শুনবো পৃথা চ্যাটার্জির কথা













১] তার লেখা প্রথম প্রকাশিত কবিতা।

প্রথম প্রকাশিত কবিতা:  
পুরাতন এক বৃক্ষের কাছে ।  
নীল দিগন্তের নীল পালক পত্রিকা 

২] তার প্রথম কবিতা প্রকাশের অনুভূতি। 


লেখালেখির অভ্যাস ছোটবেলা থেকেই ছিল।মা শিখিয়েছিল  মন যা চাইত লিখে ফেলতে। সেই অভ্যাসের বশেই লিখতাম । কিন্তু পত্রিকায় কবিতা দেওয়ার ইচ্ছে করতো না,কেন তা জানি না। রোমাদি'র কথায় প্রথম কবিতা পাঠালাম "নীল দিগন্তের নীল পালক" পত্রিকায়। প্রকাশিত হলো। ছাপার অক্ষরে নিজের নাম দেখে আকাশে ডানা মেলার স্বপ্ন।  খুশি হলাম। অনেকের কাছে পৌঁছে গেলাম আমি। অজস্র অভিনন্দন বার্তা আমাকে কবিতার আনন্দে ভাসিয়ে নিলো।শুরু হলো অবিচ্ছিন্নভাবে কবিতাযাপন।


কবিতাটি____
পুরাতন এক বৃক্ষের কাছে   পৃথা চ্যাটার্জি 

পুরাতন এক বৃক্ষের কাছে 
নতজানু হলাম 
অনেক অনেক দূরে কৃষ্ণ বনভূমির 
                                 নিবিড় নির্জনতায়
অপ্রকাশিত যন্ত্রণা প্রতিধ্বনিত হলো

নির্বাক অরণ্য শরীরী কম্পনের ভাষায়
বুঝতে পেরেছিল আমার দীর্ঘশ্বাস...
গাছের বাকল ভেদ করে 
ছুঁয়েছিল কোমল হৃদয় 

শিকড়েরা শক্ত হাতে ধরে রাখে মাটি

সুযোগ সন্ধানী আজ শিকড় সন্ধানী 
বনভূমি রিক্ত তার

আমি তার বার্তাবহ হয়ে 
সহস্র যোজন দূরে 
                   প্রাণভিক্ষা করি।


মল্ল সাহিত্য ই-পত্রিকার তরফ থেকে আপনাকে অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইলো।  ভালো থাকুন। সাহিত্যে থাকুন।             



No comments:

Post a Comment