Monday, 27 January 2020

রবীন বসু

মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ , ২৭-তম প্রয়াস












শ্মশান চণ্ডাল- রবীন বসু
প্রসন্ন  উড়ান নেই, বিপ্রতীপ পরিহাস হাঁটে
আমাদের প্রাত্যহিক মলিনতা মেখে মেখে ক্লান্ত হয়
সবখানে ধর্ষকাম     
            সুচতুর বেড়াল তপস্যা 
             শৃগালের জিভ  নিয়ে
      নিহিত আলাপ-ঘিরে বিজ্ঞাপিত
           শোক আর সূক্ষ্ম মঞ্চায়ন

দ্রিমি দ্রিমি নৃত্য হবে, সভ্যতার চোখে নেই একচুল ভয়

No comments:

Post a Comment