মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ , ১১-তম প্রয়াস
অপেক্ষা বন্যা ব্যানার্জী
অপেক্ষা বন্যা ব্যানার্জী
কাদের ছেলে আদুল গায়
ধূলো মাখার বায়না
শিশু শ্রমিক এখনও হয়
তোমরা জানো হয় না।
ওই যে কারা যুদ্ধ বানায়
কার হাত বেঁধে শেকলে
রাস্তা তুমি পেরিয়ে যেও
সব মিছিলে হরতালে।
বিপ্লব আসে কোন পথে আর
কে তার পারের ধরে হাল
সব একদিন বুঝিয়ে দেবে
অপেক্ষাতে এক সকাল।।
No comments:
Post a Comment