Tuesday 21 January 2020

মধুমিতা বসু সরকার

মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ , ২১-তম প্রয়াস












চল স্বপ্ন দেখি      মধুমিতা বসু সরকার

একা একা সরোদ শোনার সময় এখন,
অন্ধকারে জমাট বাঁধা বুকের ক্ষত,
হৃদয় গহীন বলছে কেবল বেলার শেষে,
স্বপ্ন রা সব রাতের জন্য অপেক্ষারত,
পাশ ফিরলেই কোল পালিশের ওমের মতো
কে যেন যে ডাকতে আমায় দুহাত বাড়ায়,
আঙুলগুলি সময় মেনে ক্ষয়েই গেছে,
চিনতে তোমার সময় যে যায় অবহেলায়,
সরোদ বাজে কানের কাছে মেদুর সুরে,
হারিয়ে যাওয়া দিল গুলি যে বহুদূরে,
স্বপ্ন যখন আসতে চাইছে দুচোখ জুড়ে,
আমি তখন পাশ ফিরে শুই হৃদয় মুড়ে।
হৃদয় বোধের কাছাকাছি কেইবা আসে
কেই বা আছে নিবিড় করে ভালোবাসে?
তবুও আমার অলস বিকেল জানালার ধার,
পাখীর খাঁচার জীবন হোক না কিছুটা পার,
স্বপ্ন দেখার মানুষ আমার অনেক আছে,
কাছে না থাক দুর ই ভালো আমার কাছে।
যদি তারা কাছে পিঠে এসেই যেত,
স্বপ্ন দেখার বিলাসিতা খেই হারাত।

1 comment:

  1. খুব গভীর ভাব সমৃদ্ধ কবিতা

    ReplyDelete