মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ , ১১-তম প্রয়াস
পাখি রঙের আকাশ ----- ১২ হরিৎ বন্দোপাধ্যায়
অনেক দূর হেঁটে আসার পর তবে গল্প। ওকে এখন হাঁটতে দাও। ওকে থামিও না। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে ও প্রথম মাটি ছুঁতে চাইবে। আর ঠিক তখনই ওর হাতে এসে বসবে একটি পাখি। পাখির গানের শুরুতেই কিন্তু গল্পের শুরু নয়। পাখি যখন উড়ে যাবে আর ও পাখির গানের বাকিটুকু গাইতে চেষ্টা করবে ঠিক তখনই গল্পের মুখ খুলে যাবে। তারপর গল্প চলবে নিজের নিয়মে। একসময় শেষও হবে কিন্তু তখন কোথায় ও আর কোথায় বা সেই পাখি। দিগন্তে শুধু দুটো চোখ জ্বলতে থাকবে।
No comments:
Post a Comment