Tuesday, 14 January 2020

বিকাশ চন্দ

মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ , ১৪-তম প্রয়াস












নারী নাকি অজন্তা ইলোরা     বিকাশ চন্দ

যা কিছু আগলে আছি প্রকৃতি স্বভাবে  পাশাপাশি বিনীত যাপন--
অশিষ্ট কথা বহুবার বিলাপ সে ও অকারণ,  
কখনও নিমাই শ্রীখোল সম্ভার ভাসে চরাচর
আসলে সে নারী ভুলেছে বারংবার কাপড় ঢাকা শরীর। 

কার জন্য চেতনা যীশু না বিবেক  অনির্দিষ্ট নক্ষত্র---
হয়তো বা নারী ঈশ্বর দোহার প্রসাধনী অলকা তিলকা। 
রামকৃষ্ণ গিরীশ সময় পথ ভেবে ভুলে  রহস্য ঘরে, 
অন্বিষ্ট ধ্রুব কাল কখন আসে আত্মার গহীনে। 

প্রতিদিন জীবীকার মহাটান কে কখন ঈশ্বর করুণা--
তফাৎটা জানে বিনি সুতোর শ্বাসের মগ্ন শব্দাবলী, 
হাওয়া এসে চেটে খায় ঘাম রক্ত অমর্ত্য সেবিকা---
পৃথিবীর যতটা অন্ধকার ততটাই কালো দৃষ্টি আড়ালের। 

আলো থাক ভাঙুক অন্ধকার চিরায়ত শরীরী বাঁধন, 
সে কী চৈতন্যের আড়ালে নারী নাকি অজন্তা ইলোরা, 
নাকি নারীর অহংকার জানে ফল্গু নদীর জল---
অন্তর্গত রক্ত  ঋণ প্রতিদিন স্নান সেরে ফেলে আসা জল তলে। 

1 comment:

  1. খুব গভীর ভাব সমৃদ্ধ কবিতা

    ReplyDelete