Tuesday 28 January 2020

নাসির ওয়াদেন

মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ , ২৮-তম প্রয়াস











নাবিক        নাসির ওয়াদেন    

জলস্রোত জোছনা লেগে থাকা হাসি
দিগন্তের ভাঁজে ভাঁজে করুণার চাঁদ
বাতাস সান্নিধ্য চায় সহ্যের ক্ষেতে
একাকী আকাশ জুড়ে শুধু স্বাদ,বিস্বাদ

চলে যাই অনন্তের ভাঙাগড়া স্রোতে
যেখানে ইচ্ছেবৃষ্টি ধূসর হয়ে নামে
আমার কলজে বনে ফোটা আগুনফুল
ফুলে ফুলে ঢেউ জাগে নাবিকের ঘামে

ভোরের কাগজে জেগে থাকে স্মৃতি, উচ্ছ্বাস
জাহাজের হাল ছাড়া নিয়তির  মুক্ত বাতাস

No comments:

Post a Comment