মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ , ২৮-তম প্রয়াস
.
প্রেম দহনের বিলাসিনী কৌশিক দে
.
প্রেম দহনের বিলাসিনী কৌশিক দে
কতটা ভোর আমার হারিয়েছে
তোমার সকালের মাঝে , জবাব দাও -
শেষ মেলায় কিনে আনা কাগজের পতাকা
কতটা উড়িয়েছ তোমার ফাঁকা ঘরে -
কতটা জনসমুদ্রে থেকে আমায় শিখিয়েছো একা থাকার কৌশল - জবাব দাও।
এই বুকের চলাচল হেম হঠাৎ স্তব্ধ হয় , আজও
আমি উদ্ভিদের মৌনতায় খুঁজে পাই নিজেকে -
এভাবে অচল আকাশে ধ্রুবতারা হয়ে থেকে
তারাখসায় আমার নাম লিখলে কেন -
জবাব দাও , প্রেম দহনের বিলাসিনী
জবাব দাও।
No comments:
Post a Comment