Tuesday 21 January 2020

হরিৎ বন্দ্যোপাধ্যায়

মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ , ২১-তম প্রয়াস














হরিৎ বন্দ্যোপাধ্যায়
পাখি রঙের আকাশ ------ ২০

এতো রাতে কোথাও একটা কি শব্দ হলো। তার মানে এখনও কেউ জেগে আছে। কে জেগে আছে ? কেন জেগে আছে ? ------- এসব না ভেবে মন ভাবুক এখনও কেউ জেগে আছে। সে কি ইচ্ছা করে জেগে আছে ? আচ্ছা, তাকে কি কেউ জাগিয়ে রেখেছে ? শুধু আকাশ দেখবে বলেও কেউ রাত জেগে থাকতে পারে। কত রকম ভাবে রাত জেগে থাকা যায়। তবে রাত যেভাবেই জাগুক, কেউ রাত দেখতে পায়, কেউ পায় না।



পাখি রঙের আকাশ ---- ২১

বেশ অনেকদিন হলো তোমার হাতে হাত রেখেছি। তোমার দুটো হাতের মধ্যে আমার একটা হাত এমনভাবে রাখা যে, কে কার আশ্রয়ে ঠিক বোঝা যাবে না। সে যাই হোক, দু'রকমের হাত। আবার এমনভাবে সাজানো, মনে হবে় একরকমেরই হাত। আমি কখনও ভুলতে পারি না, হাত তোমার জন্যে। চলতে ফিরতে বার বার আমি হাত দেখি। এই হাত দিয়ে বিদ্যাপতি চণ্ডীদাসের দেশে যুদ্ধের বিপরীতে কোন পৃথিবী গড়ব আমি জানি না। অথবা আদৌ কিছু গড়া যায় কি না তাও জানি না।

No comments:

Post a Comment