Friday 10 January 2020

মধুমিতা মৈত্র লাহিড়ী

মল্ল সাহিত্য ই-পত্রিকা , ২-য় বর্ষ , ১০ম- তম প্রয়াস












ধৃষ্ট পাঁচুগোপাল     মধুমিতা মৈত্র লাহিড়ী

সকাল দশটার সময় জয়মা বলে মন্দিরে পাঁচুর প্রবেশ।
তারামার এই মন্দিরে ভক্তের সমাগম প্রচুর,
পূজোর উপকরন চালকলা, মিষ্টান্ন প্রস্তুত।
পাঁচু ব্রাহ্মন পূজোতে মন দেয় অক্লেশে-
কোথা থেকে এক সারমেয় প্রবেশ করে আনন্দে ভরপুর,
মুখে করে টেনে নিয়ে চলে কলা সন্দেশ নিশ্চুপ।
পাঁচু পূজো ছেড়ে দৌড়ে বেরোয় তারই পিছু পিছু,
কুকুর টিও দাঁড়িয়ে পড়ে খানিক ভাবে তার পর দে ছুট।
পাঁচু মিশ্র দৌড়তে থাকে আরো জোরে,
তিনটে কলা দুটো সন্দেশ কিছুতেই দেওয়া
যায় না প্রাণীটিকে !
ছুটতে ছুটতে নেয়ে ঘেমে কাদা মাটি জলে,
পাঁচুগোপালের নামাবলিটিও খোসে পড়ে ভূতলে।
নদীর ঘাটে অবশেষে পৌঁছায় দুজনে,
পাঁচু আর কুকুর টি  দুজনে দুজন কে দেখে।
হাঁটু জল নদী টি পেরিয়ে যায় সারমেয় হেলায়,
পাঁচু পারেনা হাঁপিয়ে পড়ে ঘর্মাক্ত জল কাদায়।
কুকুর টি উধাও হয় পাঁচুগোপাল মিশ্র কে ছেড়ে-
পাঁচুগোপাল ফিরে আসে মন্দির চত্বরে,
দেখে ভক্ত সব নিচ্ছে বিদায় হাতে প্রসাদ নিয়ে।
কে করলো পূজা? এক দশ বছরের বালক বল্ল
সে কথা,
আমি, ঐ দেখো সবাই কেমন প্রসাদ খাচ্ছে।

No comments:

Post a Comment