Friday, 3 January 2020

হরিৎ বন্দোপাধ্যায়

মল্ল সাহিত্য ই-পত্রিকা , ১-ম বর্ষ , ২৮৭-তম প্রয়াস









পাখি রঙের আকাশ ---- ৫    হরিৎ বন্দোপাধ্যায় 

দুটো সাদা ভাতেই তো কত কাল বেঁচে থাকা যায়। আর কিছু লাগে না। বোঝাপড়া থাকলে সব পার হয়ে যাওয়া যায়। এত বেলা হলো, কী ছড়িয়েছি বলো ! সকাল থেকে মেঘলা আকাশ বুকে নিয়ে বসে আছি। কে চেয়েছে আমার কাছে বৃষ্টির আশ্বাস ! আয়নায় দাঁড়িয়ে কতবার বলেছি, ভেঙে যাব ভেঙে যাব ঠিক। আবার ফিরেছি নিজস্ব নিয়মে। চাঁপাফুলের গন্ধ বুকে যে পথ, কে চিনেছে তাকে ? শরীর বয়ে বয়ে কি আর চোখে ভাসে বাউলের মেঠো পথ ?

No comments:

Post a Comment