Saturday, 4 January 2020

মলয় দাস

মল্ল সাহিত্য ই-পত্রিকা , ১-ম বর্ষ , ২৮৮-তম প্রয়াস







প্রতিবাদ     মলয় দাস 

প্রতিবাদ করে কি হবে ! 
অর্থহীন যে ভাষা সে ভাষায় কথা বলে কি হবে ! 
সহিষ্ণুতার মধ্যে এক অসহিষ্ণুতা খুব সংগোপনে কর্কট রোগের মতো  বাসা বাঁধে 
নীরবতার মাঝে যে শব্দ ভাষা খোঁজে সে কিন্তু ঝড়ের পূর্বাভাস 
শান্ত সমুদ্রের  অতলে  সুনামি উৎপাতা শিকারী ॥ 
প্রতিবাদহীন নিস্তব্ধতা পালটির রাজনীতির  ব্লটিং পেপারে সমস্ত  আকর্ষণ শুষে নিয়ে 
প্রতিবাদ , বিপ্লব , মিছিল , অবস্থান , অনশন মূল্যহীন করে দেয় ॥ 
প্রতিবাদ করে কি হবে ! 
যে ভাষার মোমবাতির মিছিলে কোন ভবিষৎ লেখা হয় না,  
অন্ধকারের দিকভ্রষ্ট কিছু এলোমেলো পদছায়া হাঁটাচলা করে ॥ 
তবুও রবীন্দ্রনাথ মনে পরে , ' ' যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে ' ' 
আমি একাই এক প্রতিবাদ , এক মিছিল 
প্রতিবাদের শব্দকোষে আগুন জ্বালে  ॥
Attachments area

No comments:

Post a Comment