Thursday, 2 January 2020

হরিৎ বন্দোপাধ্যায়

মল্ল সাহিত্য ই-পত্রিকা , ১-ম বর্ষ , ২৮৬-তম প্রয়াস








পাখি রঙের আকাশ ----- ৪     হরিৎ বন্দোপাধ্যায় 

এসো মাঠের আলে বসি। গল্প করি। না, পাওয়া না পাওয়ার কোনো গল্প নয়। আকাশের গল্প। রোদ্দুরের গল্প। বৃষ্টির গল্প। কোনোদিন শেষ হবার নয় । সকালের গল্প সন্ধেবেলাতেও কত তরতাজা। কোনো হেরে যাওয়া নেই। চোখরাঙানি নেই। ছোটাছুটি নেই। ফাঁকির কোনো ফাঁক নেই।  নদীর মতো শুধু বয়ে যাওয়া। কেউ ফিরেও তাকায় না। যতটুকু হাতে ততটুকুই শুধু তাদের বলে জানা।রোদ্দুরের মতো হাসতে হাসতে আকাশের দিকে একবার তাকাই। কোথাও কোনো দাগ নেই। হাজার চেষ্টা করেও এখানে তোমার দুঃখকে তুমি খুঁজেই পাবে না।

No comments:

Post a Comment