মল্ল সাহিত্য ই-পত্রিকা , ১-ম বর্ষ , ২৮৬-তম প্রয়াস
উন্মনা অন্তহীন বিকাশ চন্দ
রংগুলো কি ছিল ছায়াময় অনুভব
মানুষের আড়ালে মানুষী অবয়ব পিছু টান।
প্রখর রোদ ও বিবশ টেনে নামায় ব্যার্থতা,
সংকীর্ণ পথ ঘাট অবাক ভালোবাসা কিশোর কিশোরী---
চেনামুখ নিরুদ্দেশ কোন অনন্ত কালের ভেলায়।
ধাত্রী কাল খোঁজে বর্ষা মুখ বুনো ফুলে আশ্চর্য মহিমা,
হা-ফাটল ফসলের মাঠ বসে আছে কটা বক---
জরা আর জীবন স্তব্ধতায় বহু বর্ণ স্মৃতি,
মেঘ বর্ণ আকাশ চেরে বিদ্যুৎ ঝলক
কেঁপে ওঠে জন্ম নাড়ি।
গাছের পাতারা মাথাতুলে কোমরে কোঁচড়ে মায়া ফুল---
ওলট পালট মেঘে বজ্রপাতের ঈশারা,
পিপাসার্ত গ্রাম শহর আচ্ছন্ন আহত হৃদয়---
ছন্নছাড়া সময়ের ছায়ায় দাঁড়ায় নির্মাণ কাল,
দাঁড়ায় মানুষ আর সকল সন্তান সন্ততি---
আর সকল মানুষের ছায়ায় আত্মজা উন্মনা অন্তহীন।
No comments:
Post a Comment