মল্ল সাহিত্য ই-পত্রিকা , ১-ম বর্ষ , ২৮৬-তম প্রয়াস
ক্রোধ মৌসুমী চৌধুরী
সন্ধ্যের পর বদলে যায় শহরের রং
নিয়নের মোহিনী আলোয়
দম ছুট বৈরাগী মন।
এক জ্বলন্ত স্কেচবুকে আঁকা থাকে
হৃদয় ফুঁড়ে ঢুকে যাওয়া
একটি আর্ত চিৎকার।
শহর হাঁটে নিঃশব্দ মোমবাতি মিছিলে
শিরা দপদপ করা দুশ্চিন্তায়
আমি লিখে রাখি দু'পংক্তির ক্রোধ।
তারপর... তারপরে... তারও পরে
আমারই যোনিপথে বেরিয়ে আসে
আগামী ধর্ষক প্রজন্ম।
No comments:
Post a Comment